চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো মিনহাজ (১৬) ও তার বোন রুহী (৩)।
বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৯টার দিকে হঠাৎ বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগেই ঘরের ভেতর ঘুমিয়ে থাকা মিনহাজ ও রুহী আগুনে পুড়ে মারা যায়।
এসআই দীপক কুমার আরও জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।